
গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনাঃ নিম্নমানের ইট দিয়ে তৈরি হচ্ছে রাস্তা,এই অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতে এলাকায় বিক্ষোভ গ্রামবাসীদের । জানা গেছে, বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিবনগর এলাকায় ৪১৬ ফুট ডবল সোলিং ইটের রাস্তার কাজ শুরু করে স্থানীয় কন্টাকটার। রাস্তার সরঞ্জাম আসতেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করে, কাজ বন্ধ করে দেন । তারা জানান ইটের মান খুবই খারাপ , বৃষ্টি হলেই ইট ধুয়ে রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজ বন্ধ থাকায় এলাকার বিভিন্ন শাসক দলের নেতারা ঘটনাস্থলে যান। তাদের দাবী ইটের মান খারাপ নয়, ভালো মানের সরঞ্জাম দিয়েই কাজ হচ্ছে। অন্যদিকে গ্রামবাসীদের টাকা দিয়ে বিক্ষোভ বন্ধ করার চেষ্টাও করছেন ঐ নেতারা বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গ্রামবাসীরা এলাকার প্রধানের কাছে পুরো বিষয়টি জানিয়েছেন।পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে গিয়ে দেখেন , গ্রামবাসীদের বিরোধ সত্ত্বেও রাস্তার কাজ চলছে। এই ঘটনার পর বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। গ্রামবাসীরা জানিয়েছেন রাস্তার কাজ বন্ধ করতে হবে,নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।