
নিজস্ব সংবাদদাতা: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বালি বোঝা ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক সিভিক ভলেন্টিয়ার। শনিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বন্দেরহাট এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম জয়নাল হক, বয়স ৩২। বাড়ি চোপড়া থানার অন্তর্গত অম্বিকানগর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের নাইট ডিউটি সেরে শনিবার সকালে বাড়ির ফেরার পথে বালি বোঝাই ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন জয়নাল হক। জখম অবস্থায় তাঁকে প্রথমে চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে এবং তারপর আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার জেরে ঘাতক ডাম্পারটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে চোপড়া দাসপাড়া ফাঁড়ির পুলিশ।