
অরূপ পোদ্দার, শিলিগুড়িঃ এশিয়ান হাইওয়ে ২য়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক গাড়ি চালক। শনিবার ভোররাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন কাউয়াখালী এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত এক ট্রাক চালক। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাজস্থানগামী একটি পাথর বোঝাই ট্রেলার এবং একটি কন্টেনার গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে। পাথর বোঝাই ট্রেলার গাড়িটি শিলিগুড়ির দিক থেকে আসছিল তবে সেই সময় কন্টেনারের গাড়ির চালকের চোখ লেগে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। কন্টেনার গাড়িটি পাথর বোঝাই ট্রেলার গাড়ি র সাইডে ধাক্কা মারে। পাথর বোঝাই গাড়িটির খুব একটা ক্ষতি না হলেও কন্টেনার গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায়। যার কারণে চালক বেশ কয়েক ঘন্টা তার আসনেই আটকে থাকে পরবর্তীতে স্থানীয়রা থানায় জানালে পুলিশ এসে উদ্ধার করে।