
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : পরনে লাল জামা। হুইলচেয়ারে লাগানো ডিওয়াইএফআই-এর পতাকা, ব্রিগেড চলো-র পোস্টার। ডিওয়াইএফআই-এর বিগ্রেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন হালিশহর নিবাসী বাম সমর্থক রবি দাস। তিনি বলেন, বামপন্থী ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না।
আগামীকাল ৭ জানুয়ারি রাজ্যজুড়ে কয়েক মাসের ইনসাফ যাত্রা শেষ করে ব্রিগেডের ময়দানে বিশাল জনসভা করতে চলেছে সিপিআইএম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাম কর্মী সমর্থক জড়ো হবেন বিগ্রেড ময়দানে। শারীরিকভাবে দুর্বল রবি মনে প্রাণে বাম সমর্থক। এর আগেও সিপিআইএমের একাধিক মিটিং মিছিলে হুইলচেয়ারে করে তাকে যেতে দেখা গিয়েছে। আবারও বিগ্রেড সমাবেশের উদ্দেশ্যে হুইলচেয়ারে চেপেই রওনা হলেন রবি। তার বক্তব্য, রাস্তায় প্রচুর বাধা-বিপত্তি আসবে।তাও তিনি অদম্য মনের শক্তি নিয়েই পৌঁছে যাবেন ব্রিগেডে।