
সুরজিৎ দাস, নদীয়া: নদীয়ায় গ্রেফতার দুজন রোহিঙ্গা। রবিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ভাজন ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দুজনকে । পুলিশ সূত্রে জানা গেছে হায়দ্রাবাদে কাজ করতে গিয়েছিল ওই দুজন, সেখান থেকে ফিরে তারা নদীয়ায় আসে সেখানেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকে, তারা মায়ানমারের বাসিন্দা বলে জানা গেছে ।তাদের নাম এমডি যাদব এবং নাম মোহাম্মদ নুর। পুলিশ সূত্রে খবর এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। সেখান থেকে ফিরে আবার বাংলাদেশ পালানোর চেষ্টা করছিল। রবিবার রাতে তাদেরকে ভাজনঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে।