
প্রশান্ত দাস,মালদা:ভাঙন পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে উত্তর মালদার সাংসদ খগেন মূর্মু। মঙ্গলবার মালদার রতুয়া ১নং ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তুটোলা গ্রামে ভাঙন পরিদর্শনে যান বিজেপি সাংসদ। সেখানে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন । ভাঙন দূর্গতরা জানান তাদের তিলতিল করে তৈরি করা বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গেছে। মাথা গোঁজার কোন জায়গা নেই। তাদের যেন থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।এই দাবী নিয়ে ক্ষোভ দেখান তারা। কিন্তু খগেনবাবু রাজ্য সরকারের উপর দায় চাপিয়ে বলেন শীতঘুমে রয়েছে বাংলার সরকার। তাই এই রাজ্যের অবস্থা।অপরদিকে এই ঘটনার দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে সমর রতুয়ার বিধায়ক সমর মুখার্জী বলেন যে নদী বাঁধ তৈরি করার টাকা কেন্দ্র সরকার দিচ্ছেনা ,বলে কাজ শুরু করা যাচ্ছেনা।গঙ্গার ভাঙন নিয়ে দীর্ঘ দিন ধরেই দুরবস্থা রতুয়ার ১ নং ব্লকের বাসিন্দাদের।কে করবে বাঁধ তৈরির কাজ,এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের তরজা চলছেই।কিন্তু সাধারণ মানুষের সমস্যার কোন সমাধান হচ্ছেনা