
প্রশান্ত দাস,মালদা:মালদার রতুয়া থানার শ্রীপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবির স্বামী সাদেক আলীকে কুপিয়ে খুন। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।বুধবার দুপুরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দেহটিকে দেখতে পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত ১০টার সময় চায়ের দোকান থেকে নিখোঁজ হয়ে যান সাদেক আলী । এরপর গভীর রাতে এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসে। ফোন পেয়েই থানায় দারস্থ হন পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুজি। কিন্তু কোন খোঁজ পাওয়া যায় নি। আজ দুপুরে শ্রীপুর ২নং গ্রাম পঞ্চায়েত চাতর এলাকার বাঁশবাগানে রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।