
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জ:
আদিবাসীদের জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠলো কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।প্রতিবাদে শনিবার আদিবাসীরা একজোট হয়ে ,ওই জমি গুলিতে চাষ আবাদ করবেন বলেও জানান সংবাদ মাধ্যমকে ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের মিরুয়াল এলাকা। এলাকার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ দের দাবি ওই এলাকার জমি গুলি তাদের পূর্বপুরুষ দের। পূর্বপুরুষ দের ভুল বুঝিয়ে সেই জমি গুলি নিয়ে নেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ।কিন্তু আইন অনুযায়ী আদিবাসী দের জমি কেউ কিনতে পারেন না বা হস্তান্তর করা সম্ভব নয় ।ত সেই মর্মে ২০১৮ সাল থেকে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি, এমনকি আর টি আই পর্যন্ত করেছেন কিন্তু কোন ফল হয়নি। তাই শনিবার তারা একজোট হয়ে এদিন নিজেদের জমি দখল করে সেখানে চাষবাস করবেন বলে জানিয়েছেন। যদিও ওই জমির বর্তমান মালিক জানান হঠাৎ করে কেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ রা আপত্তি করছেন সেটা তিনি বুঝতে পারছেন না। এই জমি গুলি পূর্বেই ট্রাইবাল থেকে নন ট্রাইবাল করা হয়েছে বলেই তিনি সেটি কিনেছেন এবং এই বিষয়টি তিনি তাদেরও বুঝিয়ে বলবেন বলে জানিয়েছেন।