
তামসী রায় প্রাধানঃ আগামী ২৯ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার প্রধান মোহন ভাগবত। সূত্রের খবর, ৩০ ও ৩১ জানুয়ারি বাংলায় থাকবেন তিনি। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করবেন তিনি। সূত্রের খবর, লক্ষ্য কণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠানে জনসমাগম প্রত্যাশা পূরণ হয়নি কেনও তা জানতে চাইবেন সংঘপ্রধান। বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন স্বয়ংসেবক প্রধান। অমিত শাহের বঙ্গ সফরের তিন দিনের মাধায় মোহন ভাগবতের বঙ্গ সফরকে তাতপর্য পূর্ন বলে মনে কএছে রাজনৈতিক মহল।