
প্রশান্ত দাস,মালদা:শুক্রবার রাতে মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়িতে একটি বাইক এসে ধাক্কা মারে । অল্পের জন্য বড়সড়ো বিপদ থেকে রক্ষা পান বিধায়ক।এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে শনিবার মিল্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলেন শ্রী রুপা।এই ঘটনায় এক তৃণমূল কর্মী জড়িত রয়েছেন বলে থানায় অভিযোগে করে জানিয়েছেন বিধায়ক বলেও জানা গেছে । পাশাপাশি এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।
এই অভিযোগের পাল্টা জেলা তৃণমুলের সহ সভাপতি দুলাল সরকার বলেন,এটি একটি দুর্ঘটনা । এটা নিয়ে রাজনীতির করছে বিজেপি । আসলে বিধায়ককে কেউ চেনে না।তিনি মানুষের সাথে থাকে না। এই ভাবে তিনি লাইম লাইটে আসার চেষ্টা করছেন ।উল্লেখ্য ,মানিকচক থেকে ইংরেজবাজারের আসার সময় হঠাৎই মিল্কি খাসখলের এলাকায় পিছন থেকে চারজন যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে এসে বিধায়কের গাড়ির পিছন দিকে সজরে ধাক্কা মারে।যার ফলে গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়।ঘটনার পরই চারজন যুবক মোটরসাইকেল ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় বিধায়কের নিরাপত্তা রক্ষীরা দুজন যুবককে হাতেনাতে ধরে ফেলে।আর দুজন পালিয়ে যায়।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে।