
শঙ্কু কর্মকার,বালুরঘাট : ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে চোদ্দ দফা দাবি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দিল RYF নেতৃত্ব। ডেঙ্গু রোগীদের জন্য বালুরঘাট হাসপাতালে আলাদা ওয়ার্ড এর ব্যবস্থা, ডেঙ্গু রোগীদের মশারিযুক্ত বেডের ব্যবস্থা সহ চোদ্দ দফা দাবি জানান RYF নেতৃত্ব।
এদিনের এই ডেপুটিশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন RYF এর জেলা সম্পাদক সুপ্রিয় রায়, RYF এর বালুরঘাট শহরে লোকাল সম্পাদক আনন্দ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান RYF নেতাকর্মীরা।