
গোপাল শীল, ওঙ্কার বাংলা: যখন রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় ভিন্ন ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। দীর্ঘ চার পাঁচ বছর ধরে ছাত্র বিহীন স্কুলে চাকরি করছেন দুজন শিক্ষক! কুলপি ভগবতীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এমন ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। খাতা-কলমে দুজন ছাত্রের নাম থাকলেও পরীক্ষা পর্যন্ত দিতে আসেনি তারা। সরকারিভাবে বই খাতা জামা জুতো মিড ডে মিল পাওয়ার পরেও সরকারি প্রাথমিক স্কুলের প্রতি বীতশ্রদ্ধ এলাকার মানুষ। এই স্কুল থেকে ছাত্রছাত্রী ছাড়িয়ে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, দুজন শিক্ষক আসেন আর চলে যান, মাসের শেষে বেতন পান। কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাপারে উদাসীন তাঁরা।
এলাকার মানুষের অভিযোগ পড়ুয়াদের প্রতি যত্ন না নেওয়ায় অভিভাবকরা সন্তানকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করেছেন। স্কুলে ছাত্রছাত্রীদের না আসা নিয়ে স্কুলের দুজন শিক্ষক অভিভাবকদের উপর দায় ঠেলেছেন। তবে স্কুলে পড়ুয়া ফেরানোর বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানান স্কুলের প্রতিষ্ঠাতা ললিত মোহন হালদার। গোটা বিষয়টি নিয়ে কুলপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেন, স্কুলে পড়ুয়া ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে আগামী সেশন থেকে বেশ কিছু পড়ুয়াকে স্কুলমুখী করা হবে বলে জানান তিনি।
ভিডিও দেখুন-