
গোপাল শীল, প্রতিনিধি: মানুষ কতটা ঘৃণ্য অপরাধ করতে পারে তার উদাহরণ উঠে এলো এবার জয়নগরে। যৌন লালসার হাত থেকে রক্ষা পেল না সাড়ে তিন বছর বয়সী ছোট্ট এক শিশুও। খাবার দেওয়ার লোভ দেখিয়ে পাশবিক যৌন নির্যাতন সাড়ে তিন বছরের একটি ছোট মেয়ের সাথে।জয়নগর থানার উওর দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিল পাড়া এলাকার এক গৃহবধূ ইদ উপলক্ষে বাপের বাড়ি জয়নগর থানার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর হাটপাড়া এলাকায় যায়।সঙ্গে নিয়ে যায় সাড়ে তিন বছরের একটি ছোট কন্যা সন্তান কে।আর সেখানে গিয়ে প্রতিবেশি সম্পর্কে এক দাদুর কাছে যৌন নির্যাতনের শিকার ওই ছোট মেয়েটি। জানা যায়, ৫৭ বছরের জুল হক পুরকাইত নামে এক ব্যক্তি ঐ ছোট মেয়েটিকে খাবার দেওয়ার নাম করে তাঁর ঘরে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে।ঐ ছোট মেয়েটির আকুল কন্ঠের চিৎকারে আশেপাশের মানুষ গিয়ে ঐ ব্যাক্তিকে ধরে ফেলে।খবর দেয় জয়নগর থানায়।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ গিয়ে ঐ ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার ধৃত জুল হক পুরকাইত কে পকসো আইনের ধারায় বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। অন্যদিকে নিগৃহীত ছোট্ট শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা যায়।