
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দিলনা ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইডি’কে প্রস্তাব দিল নথির তথ্যে সন্তুষ্ট না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকুন।
মঙ্গলবার ৩ অক্টোবর অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চও ইডিকে বলেছিল ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তার ব্যবস্থা করতে হবে। অভিষেক অবশ্য ইডি দফতরে হাজিরা দেননি। তিনি সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বলেন, বেঞ্চ ওই নির্দেশ দিতে পারে না।
অভিষেকের সেই আবেদন বুধবার ডিভিশন বেঞ্চে শুনানি হয়। ডিভশন বেঞ্চ এদিন কোনও নির্দেশ দেয়নি। তবে তারা একটি প্রস্তাব দিয়েছে। ডিভিশন বেঞ্চ বলেছে, তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়া উচিৎ নয়। তবে আপাতত ইডি যে নথি চেয়েছে, তা অভিষেক তাঁদের কাছে পাঠিয়ে দিক। তাতে সন্তুষ্ট না হলে তখন তাঁরা আবার অভিষেককে তলব করার কথা ভাবতে পারেন।