
মানস চৌধুরী, দমদমঃ কলকাতায় পা রেখেই ফের তৃণমূলের দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার দাবি, আমরা রাজ্যের কোনও টাকা আটকে রাখিনি। সঠিক হিসেব দিলেই কেন্দ্রীয় বরাদ্দের টাকা মিলবে বলে জানান তিনি।
তিন দিনের সফরে কলকাতায় এলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। দমদম বিমান বন্দরে পা রেখেই ফের তৃণমূলের দুর্নীতির অভিযোগে সরব হলেন তিনি। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বললেন, ‘‘প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায়। তবে আমরা রাজ্যের কোনও টাকা আটকে রাখিনি।’’ সঠিক হিসেব দিলেই কেন্দ্রীয় বরাদ্দের টাকা মিলবে বলে জানান তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে সাধ্বী নিরঞ্জন জ্যোতি বললেন, মমতা দিদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ঠিক হয়েছিল যে, রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকরা বসে সমস্যা সমাধান করবেন। কেন্দ্র প্রস্তুত থাকলেও কিন্তু উনি এখনও কেন এই সমস্যার সমাধান করতে চাইছেন না আমি জানি না। হয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে বলেই আলোচনায় বসতে চাইছেন না। আমরা টাকা দিতে প্রস্তুত। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।
কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে এক হাত নিলেন, বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন প্রতিমন্ত্রীর লজ্জা হাওয়া উচিৎ। বহিষ্কৃত সাংসদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছে করে বাংলার টাকা আটকে রেখেছে।
কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিন দিনের সফরে দলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। কালীঘাট মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দির দর্শনে যাবেন বলে বিজেপি সূত্রে খবর।