
ওঙ্কার ডেস্কঃ প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা মিত্র। বৃহস্পতিবার রাত ৩ টে নাগাদ মৃত্যু হয় পরিচালকের। গত নভেম্বর মাসেই তাঁর ক্যানসার ধরা পড়েছিল। ফুসফুসে ক্যানসারও সেই সঙ্গে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। সমাজমাধ্যমে খবরটি দিয়েছিলেন তাঁর ছেলে রৌদ্র মিত্র।
স্বর্ন কমল থেকে রজত কমল দুই পুরস্কারই পেয়েছিলেন পরিচালক। প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাত। ‘একটি জীবন’ ছবি দিয়েই কাজ শুরু রাজা মিত্রের। সেই ছবিতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এছাড়াও পরিচালকের ‘নয়নতারা’, ‘যতনের জমি’ ও অন্যান্য আরও ছবিও চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রশংসা পেয়েছে। তাঁর মৃত্যুর খবর ফেসবুকে ছেলে রৌদ্র মিত্র লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত হয়েছেন রাত ৩টের সময়।”
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। ক্যানসারের সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন লড়াই। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, বাড়ি আর ফেরা হল না তাঁর।পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।