শেখ এরশাদ, কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ তোলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার লালবাজারের গুন্ডা দমন শাখা এন আর এস, এস এস কে এম হাসপাতাল সহ কলকাতার একাধিক হাসপাতালে অভিযান চালান। লালবাজারে গুন্ডা দমন শাখার কাছে হাসপাতালে ভর্তির জন্য র্যাকেট চালানোর খবর আসে। সেই দালাল চক্রকে ধরার চেষ্টা চালান লালবাজার গুন্ডা দমন শাখার আধিকারিকরা।। এরপর শনিবার সন্ধ্যে এন আর এস হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম গৌতম সরকার ও বিলাস সিংহ।ধৃতদের মধ্যে একজন নদীয়ার বাসিন্দা অপরজন নারকেলডাঙ্গার বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে।ঘটনার তদন্তে পুলিশ।