
অমিত কুমার দাস: এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেদিন রাজ্য পুলিশ, CBI এবং ED সবাই উপস্থিত থাকবে। – জানালেন প্রধান বিচারপতি যার জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না। – মন্তব্য প্রধান বিচারপতির. তিনি নির্বাচিত জনপ্রতিনিধি , মানুষের প্রতি তিনি কোন কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না। – মন্তব্য প্রধান বিচারপতির. যদি পুলিশ তাকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন। পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না। – মন্তব্য প্রধান বিচারপতির. মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কি হবে ? সাধারণ মানুষের হয়রানি বাড়বে। – মন্তব্য প্রধান বিচারপতির. রাজ্যের বিভিন্ন পদক্ষেপে বাড়ছে সমস্যা। – মন্তব্য প্রধান বিচারপতির. ১৯ দিনের ওপর হয়ে গেল কিন্তু এখনো যার কারণে সমস্যার সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন ? আমি বিস্মিত। – মন্তব্য প্রধান বিচারপতির. জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা ব্যবস্থা করেছে। তাই প্রাথমিক ভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে। – মন্তব্য প্রধান বিচারপতির.
বিচারপতি অপূর্ব সিনহা রায়ের করা স্বত প্রণোদিত মামলায় রাজ্য, CBI, ED সহ সব পক্ষকে নোটিশ জারি করল আদালত। আগামী সোমবার পরর্বতী শুনানি।