
অনুপ রায়,হাওড়া:উনি যদি মিমিক্রি শিল্পী হন ,তাহলে একবার দিদির মিমিক্রি করে দেখান।তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের । সোমবার হাওড়ার সলপে বিজেপির একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।অনুষ্ঠানের শেষে সাংবাদিক দের মুখোমখি হয় কল্যাণের মিমিক্রি প্রসঙ্গে সজল ঘোষ বলেন, মিমিক্রি যদি করতেই তবে উনি দিদির মিমিক্রী করুন।অথবা কুণাল ঘোষের বাড়ির সামনে গিয়ে ওনার মিমিক্রি করুন। মঞ্চ বাঁধার খরচ আমি দিয়ে দেব।
পাশাপাশি ব্রাত্য বসুর “আন্দোলনকারীদের গুলি করা হয়নি”মন্তব্যের ও প্রবল সমালোচনা করেন সজল।তিনি বলেন এই ভাবে রোজ লাঞ্ছিত,অপমানিত হওয়ার চেয়ে গুলি করলেই ,ওনারা মুক্তি পাবেন।এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।তিনি কুণাল ঘোষের সঙ্গে চাকুরী প্রার্থীদের আলোচনা প্রসঙ্গে বলেন এই ভাবে লোকসভা নির্বাচনের আগে তাদের ধোঁকা দেওয়া হচ্ছে।আন্দোলন কারীদের এক বিশেষ গোষ্ঠীকে নিয়ে আলোচনায় বসা হচ্ছে।
সোমবারের এই দলীয় অনুষ্ঠানে সজল ঘোষ,রুদ্রনীল ঘোষ ছাড়াও অংশ গ্রহণ করেছিলেন অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব।