
রাজমোহন ঝা, সল্টলেক : সম্পত্তি নিয়ে বিবাদ। দাদা বৌদিকে মারধরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে।জানা গেছে,সল্টলেকের সি এফ ব্লকের বাসিন্দা বৃদ্ধা মিনতি মুখোপাধ্যায় বড় ছেলে দেবাশীষ মুখোপাধ্যায় বৌমা মিলন মুখোপাধ্যায়কে নিয়ে বাড়িতে থাকেন। মিনতি মুখোপাধ্যায়ের দুই ছেলে এবং এক মেয়ে, ছোট ছেলে কর্মসূত্রে দুবাইয়ে থাকতেন পরবর্তীতে তিনি ফিরে আসেন কলকাতায়। এরপর নিউ টাউননেই থাকতে শুরু করেন। দীর্ঘদিন ধরে ছোট ছেলে শুভাশিস মুখোপাধ্যায় বাড়ি এসে বৃদ্ধা মায়ের ওপর মানসিক চাপ তৈরি করত বলে অভিযোগ।
অভিযুক্তের বৌদির অভিযোগ গত শনিবার পরিস্থিতি আর বেগতিক হয়ে ওঠে। বাড়ির গেট বন্ধ থাকায় হাতুড়ি দিয়ে বাড়ির গেট ভাঙ্গার চেষ্টা করেন। এমনকি বিদ্যুতের মিটার বক্স ভাঙতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি
পরবর্তী সময়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর উত্তর বিধান নগর থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে এফআই আর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।