
মোহন ঝা, সল্টলেক: ফের মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনা সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে। মৃতের নাম প্রসেন মন্ডল। বয়স ২২ বছর । পুলিশ সূত্রে খবর শনিবার ভোর বেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় এক ব্যক্তি একটি যুবক কে নিয়ে এসেছে মৃত অবস্থায়। এবং যে নিয়ে এসেছে তাকে আটকে রেখেছে। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে ।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তার ছেলে ও এক বন্ধু মারধর করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ পায় তাদেরকে ও আটক করা হয়েছে। ধৃতদের নাম,তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মন্ডল।ধৃতদের মধ্যে একজন বাংলাদেশ এর বাসিন্দা বলে জানা যাচ্ছে।