
নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: ফের গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের প্রায় 50 মিটার নদীর তীরবর্তী জমি । শনিবার রাতে বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে গঙ্গা তীরবর্তী এলাকার প্রায় ৩০ টি পরিবার বাড়ি থেকে যাবতীয় আসবাবপত্র সরিয়ে নিয়ে অন্যত্র চলে যান। । রবিবার সকালেও আসবাবপত্র সরানোর কাজ করছেন তারা।