
মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিংয়ে। বৃহস্পতিবার তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের নীচে। তুষারপাত হয় সান্দাকফুতে। সাদা তুষারের চাদরে ঢেকে যায় গোটা এলাকা। বৃহস্পতিবার বিকেলে আচমকাই তুষারপাতের কারণে সান্দাকফুসহ এলাকার বেশ কয়েকটি জায়গায় তুষাপাত হতে শুরু করে। এর জেরে এলাকার রাস্তাঘাট বাড়িতে বরফের স্তর জমে যায়। উপস্থিত পর্যটকরা খুশিতে আপ্লুত হয়ে পড়েন।