
অরিন্দম হরি, সন্দেশখালি : সপ্তম দফা অর্থাৎ ১ জুন ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে. তার আগে ফের একবার তেতে উঠল সন্দেশখালি. সন্দেশখালির এক প্রতিবাদী মুখ অন্বেষা মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার চেষ্টার অভিযোগে উত্তপ্ত দ্বীপাঞ্চল।
জানা যায়, বুধবার সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল. তাঁর কাছে সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন একাধিক মহিলারা. কথা বলেছিলেন অন্বেষা মণ্ডল নামে এক মহিলাও. অভিযোগ, তারপরেই ওই মহিলাকে অপহরণের চেষ্টা করা হয়. তার মুখ বেঁধে পুকুর পাড়ের দিকে নিয়ে যাওয়ার সময় তিনি পড়ে যান. তারপর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা. এরপর কুকুরের চিৎকারে তাঁকে সেখানেই ফেলে চলে যায় দুষ্কৃতীরা. অন্বেষার আরও অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে অভিযোগ তুলে নিতে চাপ দেয়. কেন তিনি প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের কাছে অভিযোগ করেছেন, তা নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়.
বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটের আগে সন্দেশখালিতে ঘটনার ঘনঘটা. এর আগে প্রকাশ্যে এসেছে একের পর এক ভিডিও. আর এবার অন্বেষা মণ্ডলের এই অভিযোগকে কেন্দ্র করে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালি.