
ওঙ্কার ডেস্ক:সন্দেশখালিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পিকে প্রকাশ্যে গালিগালাজ করার অভিযোগ উঠলো এক বর্ষীয়ান বিজেপি নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
লোকসভা নির্বাচনের আগে ভোটপ্রচারের সময় সন্দেশখালির ‘প্রতিবাদী’ মহিলাদের কাজে লাগিয়েছিল পদ্মপার্টি। কিন্তু ভোট মিটে যেতেই দলের নেতাদের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। এতে একপ্রকার মুখ থুবড়ে পড়ছে বিজেপির সংগঠন। এবার এক বিজেপি নেত্রীকে প্রকাশ্যে অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠল দলেরই এক বর্ষীয়ান নেতা ও তার দলবলের বিরুদ্ধে। সমস্ত বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী।
ভোট মিটে যেতেই বিজেপির আসল ‘রূপ’ প্রকাশ্যে আসছে বলে দাবি তৃনমূলের! জানা গেছে স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দেশখালির প্রতিবাদী তথা বিজেপির নেত্রী মাম্পি। জেটিঘাট এলাকায় তখন
দাঁড়িয়েছিলেন বসিরহাট লোকসভার বিজেপির কনভেনর বিকাশ সিং সহ তার অনুগামীরা। অভিযোগ, জেটিঘাটের কাছেই তারা মাম্পিকে কটূক্তি করতে থাকেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। পরিবারের মতে, এই ধরনের কথাবার্তা একপ্রকার শ্লীলতাহানির সমান। এরপর বাড়িতে ফিরে মানসিকভাবে ভেঙে পড়েন মাম্পি। সরাসরি তিনি সন্দেশখালি থানায় বিকাশ সিং সহ তার অনুগামী চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মাম্পি বলেন, বিকাশ সিংদের দুর্নীতি ধরে ফেলায় আমার ওপর ওদের এত আক্রোশ। এদিন সবার সামনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে শুধু আমি নই, আমার সঙ্গে থাকা স্বামী ও পরিবারের সদস্যরাও চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। আমি থানার দ্বারস্থ হয়েছি।।ঘটনার তদন্তে নেমে নামে অর্ণব পাত্র নামক এক বিজেপির কর্মীকে শুক্রবার ভোররাতে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।