
ওঙ্কার ডেস্ক:ভোট পরবর্তী হিংসা পরিদর্শনে সন্দেশখালিতে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। মঙ্গলবার বিকেলে সন্দেশখালি সড়বেড়িয়া এলাকায় আসেন কেন্দ্রের ৪ সদস্যের এই প্রতিনিধি দল। এই দলের মধ্যে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় প্রাক্তন আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ ও চারজন। এদিন তারা সড়বেড়িয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিট পোলের ৪২, ৪৫ নম্বর বুথের বামন ঘেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। তাদের বর্তমান অবস্থার কথা জানার চেষ্টা করেন। এবং তারা ওই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করা পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।