
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:বিজেপি করার অভিযোগে ভিটে মাটি ছাড়তে বাধ্য হল সন্দেশখালি এলাকার পিরখালি অঞ্চলের একঘরে করে রাখা পাঁচটি পরিবার,।অভিযোগের তীর শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপি করার অপরাধে দ্বীপের মতো চারিদিকে জল দিয়ে ঘিরে রাখা হয়েছিল পাঁচ বিজেপি প্রার্থীর বাড়ী। চলাচলের জন্য তৈরি করা বাঁশের সাঁকো ভেঙে কাঁটা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে পানীয় জলের সংকট ও বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছিল দুধের শিশু থেকে ৭০বছরের বৃদ্ধা। । বন্ধ হয়ে গেছিল ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, ওষুধের অভাবে কষ্ট পাচ্ছিলেন বৃদ্ধ ও বৃদ্ধরা।
পুকুরের জল না খেতে পেরে এক গলা জল পেরিয়ে মাথায় হাঁড়ি নিয়ে জল আনতে যেতে হচ্ছিল। যাওয়া যাচ্ছিল না হাট বা বাজারে
তবে তৃনমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সুমন কুমার মাইতির দাবি ওই পাঁচটি পরিবারের প্রতি কোন অন্যায় করা হয়নি।ওনারা নিয়ম না মেনে বাড়ী তৈরি করার জন্যই এই সমস্যা হয়েছে।সমস্যার কথা সঠিক জায়গায় জানালে ব্যবস্থা করা হবে।তবে তৃনমূলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও,অত্যাচারের অভিযোগ তুলে ঘর ছেড়েছেন ওই পাঁচটি পরিবার।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।