
নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বিরুদ্ধে তিন খুনের মামলায় কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল পুলিশ। এই খুনের ঘটনায় থাকা তদন্তকারী আধিকারিক পড়ল আদালতের প্রশ্নের মুখে। কেন বাদ গেলো শাহাজাহান এর নাম আইও-কে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্ত। এই মামলায় ১ এপ্রিল তদন্তকারী আধিকারিককের কাছে জবাব তলব। সেদিনই উত্তর দিতে হবে পুলিশকে। তদন্তকারী আধিকারিককের কাছে প্রশ্ন অভিযুক্ত তালিকার ১ নম্বরে শাহাজাহানের নাম ছিল, তাও বাদ দিলেন কেন? সাক্ষীরা জানিয়েছে। তাও বাদ দিলেন? আইও প্রশ্নের উত্তরে বলেন সাক্ষী বিশ্বাসযোগ্য ছিলো না। তাই বাদ দেওয়া হয়েছে। বিচারপতি সেনগুপ্ত বলেন আপনি ঠিক করে নিলেন,কার কথা বিশ্বাস করবেন কার টা করবেন না? আপনার সাথে কথা বলার মানে নেই। আপনার সিনিয়র এর সাথে কথা বলতে হবে। অনেক দিন,সময় নিয়েছে রাজ্য। আর সময় দেওয়া যায় না। প্রত্যক্ষদর্শী শাহাজাহান এর নাম নিয়েছে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে চার্জশীট জমা পড়েছে। তবে চার্জ ফ্রেম হয়নি এখনো।