
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি : ১৪৪ ধারার অজুহাত দিয়ে ,ফেরি ঘাট বন্ধ করে মীনাক্ষী মুখোপাধ্যায় ও বাম যুব কর্মীদের সন্দেশখালি আটকালো পুলিশ। এনিয়ে পুলিসের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাসগুপ্তরা।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে রবিবার সকাল ১০টা নাগাদ সরাসরি সন্দেশখালি না গিয়ে মালঞ্চ বাজার থেকে সোজা সরবেড়িয়া হয়ে ছোট ছোট দল ভাগ হয়ে বসিরহাটের দিকে যাওয়ার পরিকল্পনা নেন বাম যুব নেতৃত্ব ও কর্মীরা। এর মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় ও কলতান দাশগুপ্ত চৈতল বড় মসজিদ থেকে চলে যান বয়রামারি বাজারে ,সেখান থেকে যান ন্যাজাট ফেরিঘাটে । সেখানে একে একে জড়ো হন বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী।তবে সেখানে আগে থেকেই হাজির ছিল বিশাল পুলিস বাহিনী। পৌনে এগারোটা নাগাদ সেই বেষ্টনী ও গার্ড রেল ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ফেরি ঘাটে ঢুকে পড়েন বাম কর্মী ও নেতারা। কিন্তু সেখানে গিয়ে দেখেন ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। এরপরই পুলিসের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিসের বচসা শুরু হয়ে যায়। প্রায় ঘণ্টা দুয়েক তর্কাতর্কি চলে।শেষপর্যন্ত এপারেই মিছিল শুরু করেন মীনাক্ষীরা। কিন্তু সেই মিছিলও আখড়া ঘাটে আটকে দেয় পুলিস। তারপরেই সেখানেই সভা করেন বাম নেতারা।