
অমিত কুমার দাস, কলকাতা : সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি। পিয়ালির বিরুদ্ধে দায়ের হওয়া FIR এর একমাত্র জামিন অযোগ্য ধারার প্রয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে। তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যা বলার জন্য হুমকি দেয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই ১৯৫ এ প্রযোজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট বলা আছে – মন্তব্য বিচারপতির।
বিচারপতি আরও বলেন, যদি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেও কেউ চোখ বন্ধ করে বসে থাকে তাহলে সেটা আদালত অবমাননার সামিল.
পিয়ালি দাসের আইনজীবীর সওয়াল, ৭ মে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে FIR রুজু হয়। ৯ মে – ই পিয়ালির বাড়ির বাইরে ৪১ এ নোটিশ সেঁটে দিয়ে আসে পুলিশ। সেখানে কোনও জামিন অযোগ্য ধারা ছিল না।
অথচ, সেদিনই তদন্তকারী আধিকারিক ১৯৫ এ ধারা যুক্ত করার আবেদন জানান। এবং সেদিনই এই ধারা যুক্ত করার অনুমতি দেয় নিম্ন আদালত। এই ধারা জামিন অযোগ্য. ১৪ই মে যখন আত্মসমর্পণ করে জামিন নিতে যান পিয়ালি দাস সেই সময় তাকে এই জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে গ্রেফতার করা হয়। – সওয়াল বিজেপি নেত্রীর আইনজীবীর। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন.