
অরিন্দম হরি, সন্দেশখালি : সন্দেশখালি। যে সন্দেশখালি একসময় গর্জে উঠেছিল শাসক নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। পরে শেখ শাহজাহানকে বহিষ্কার করে তৃণমূল। শনিবার সেই সন্দেশখালিতেই সভা করল তৃণমূল।
ঘাসফুল প্রার্থী হাজী নুরুল ইসলামকে সামনে রেখেই এই জনসভা হয় এদিন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালির পাত্রপাড়ার যে সকল মহিলারা আন্দোলন করেছিলেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে, তাঁদের মধ্যে ৫০ জন যোগ দিলেন শাসক শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুজিত।
লোকসভা ভোট শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী তথা সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্র। প্রচারে পিছিয়ে নেই বাম প্রার্থী নিরাপদ সর্দারও। শাহাজান কান্ডের পর সন্দেশখালিতে কঠিন লড়াই এ তৃণমূল। পায়ের তলার মাটি ফিরে পেতে সন্দেশখালিতে আপ্রাণ চেষ্টা করছে শাসকদল। কিন্তু শেষ পর্যন্ত কি সন্দেশখালি তথা বসিরহাট কেন্দ্র ধরে রাখতে পারবে ঘাসফুল শিবির? নাকি দাঁত ফোটাবে বাম-বিজেপি ? কে হাসবে শেষ হাসি, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল.