
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গল বার সন্দেশখালিতে সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচিত্র শিল্পী, পরিচালক প্রমুখরা মায়েদের যন্ত্রণার কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে উপস্থিত হলেন। ১৪৪ মেনে চারজন চারজন করে ভাগ হয়ে মায়েদের কথা শুনছেন। দলে রয়েছেন, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পৌলধী, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায় সহ অনেকে।