
নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালীর এক নম্বর ব্লকের বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঠপুল বাজারে খোলা হল অস্থায়ী পুলিশ ক্যাম্প। পাশাপাশি জেলা পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি জায়গায় খোলা হয়েছে অভিযোগ গ্রহণ কেন্দ্র। সেখানে সাধারণ মানুষ লিখিতভাবে তাদের অভিযোগ জানাতে পারবেন বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গতকাল সকাল থেকেই দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বেড়মজুরের এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। যার জেরে প্রশাসনের তরফে নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছিল সেই এলাকায়। মূলত শনিবার সকাল থেকে দুয়ারে থানা দেখে স্বভাবতই খুশি গ্রামবাসীরা। এই ক্যাম্পের নেতৃত্বে রয়েছেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়। পাশাপাশি পরিস্থিত নিয়ন্ত্রনে চলছে পুলিসের রুটমার্চ। মোতায়েন র্যা ফ ও কমব্যাট ফোরস। এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।