
সন্দেশখালি, অরিন্দম হরি : ‘সন্দেশখালির ঘটনার সাজানো’, বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজ্যনীতি. এই ভিডিওকে হাতিয়ার করে মাঠে নামতে দেরি করেনি শাসকদল. সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তথা বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল. আর এই ভিডিওকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি. রবিবার সন্দেশখালির ১ নম্বর দাদির জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন গ্রামের মহিলারা। তাঁদের দাবি, এই ভুয়া ভিডিও তৈরির নেপথ্যে রয়েছে তৃণমূল। গঙ্গাধরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে.
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন হেমন্ত কয়াল নামে আরেক বিক্ষোভকারী. তাঁর প্রশ্ন, মা-বোনেদের দুর্দশা শুনেও এখানে একবারও কেন এলেন না মুখ্যমন্ত্রী. হেমন্তের আরও দাবি, আইপ্যাক-এর সঙ্গে পরিকল্পনা করে এই ভিডিও তৈরি করেছে তৃণমূল.
প্রসঙ্গত, সপ্তম গফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে. তার আগে বিজেপি নেতার এই ভিডিও ঘিরে ফের একবার গর্জে উঠল সন্দেশখালি. প্রভাব পড়বে আসন্ন ভোটে? তা জানা যাবে ৪ জুন