
সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি : বুধবার সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দিনভর রাজীব কুমার ছুটে বেড়ান সন্দেশখালীর অশান্তিপ্রবণ এলাকাগুলিতে। রাতে মোটরবাইকে চেপে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঢোকেন খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে সেখানে তিনি কী করতে গিয়েছিলে,ন সেটা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্দেশখালির পরিস্থিতি পরিদর্শনে সেখানে পৌঁছলেন জাতীয় তপশিলি উপজাতি ও আদিবাসী কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর। সন্দেশখালির উপদ্রুত অঞ্চলে তারা যাবেন এবং তপশিলি আদিবাসী নির্যাতিতা মহিলা ও পুরুষ সকলের সঙ্গেই কথা বলবেন, তাঁদের অভাব অভিযোগ শুনবেন। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল এসটি কমিশন এলাকায় ঢোকার আগেই সন্দেশখালি ছাড়েন ডিজি। যাবার আগে তিনি সংবাদমাধ্যমকে বলে যান, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন বা অপরাধী, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।
তবে ডিজি-র কথায় কি আশ্বস্ত হতে পারলেন সন্দেশখালির বাসিন্দারা ? তাঁদের প্রশ্ন একটাই, কবে গ্রেফতার হবে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান ?