
শেখ এরশাদ, কলকাতা : আর জি করে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ সহ ৪ জনের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের. জামিনের আবেদন করলেন না হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী. তবে, হেফাজতের মেয়াদ কমানোর আর্জি জানান আইনজীবী. এদিন দুপুরে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয় আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে. আদালত চত্বরে তাকে দেখে ধিক্কার ধিক্কার স্লোগান দেন সাধারণ মানুষ.
উল্লেখ্য, সোমবারই আর জি কর হাসপাতালে দুর্নীতির মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ. লাগাতার ১৬ দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সোমবার গ্রেফতার করা হয় সন্দীপকে.
২৪ দিন অতিক্রান্ত. আর জি করকাণ্ডে এখনও অধরা বহু প্রশ্নের উত্তর. কবে বিচার পাবেন নির্যাতিতা পড়ুয়া চিকিৎসক ? কোন পথে সিবিআই-এর তদন্ত, এই প্রশ্ন যখন উঠছিল বাংলার দিকেদিকে, তার মাঝেই সোমবার আর জি কর হাসপাতালে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে.