
শেখ এরশাদ,কলকাতা: বৃহস্পতিবার কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে বিক্ষোভ কলকাতায়। কংগ্রেস সেবা দলের নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে সবাই বিক্ষোভ দেখায়। বিদ্যুৎ বিল জ্বালিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। টিপু সুলতান মসজিদ এর সামনে অর্থাৎ cesc ভিক্টোরিয়া হাউসের সামনে এই কর্মসূচি হয়। বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিল লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে তার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে অনেকটা প্রভাব ফেলেছে। কোন নোটিশ ছাড়াই গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি। এবং স্মার্ট মিটারের পরিকল্পনা ইতিমধ্যে নিয়ে ফেলেছে cesc কর্তৃপক্ষ । কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।