
নিজস্ব প্রতিবেদক, কলকাতা : আরজিকর কান্ডে একেবারে কোমর বেঁধে তদন্তে নেমেছে সিবিআই। সোমবার আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই। তিনি সোমবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দিতে আসেন। অন্যদিকে সোমবার আবার ও তলব করা হয় সুন্দীপ ঘোষকে। তিনিও সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন। রবিবার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তলব করা হলো। এই প্রথম সঞ্জয় বশিষ্ঠকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। রবিবার সকালে সিবিআইয়ের টিম এক সঙ্গে ১৫ জায়গায় হানা দিয়েছিল। রবিবার তল্লাশির সময় সঞ্জয় বশিষ্ঠকে নোটিশ দিয়েছিল সিবিআই। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। অন্যদিকে রবিবার সকালে সন্দীপ ঘোষের দুয়ারে পৌঁছে গিয়েছিল সিবিআই। বেলেঘাটার বাড়িতে তল্লাশি করে তদন্তকারিরা।