
ওঙ্কার ডেস্ক:জোর পূর্বক এক বৃদ্ধার বাড়ি এবং জমি দখলের চেষ্টা।রাতের অন্ধকারে ঘরে ঢুকে বৃদ্ধা শাশুড়ি ও তার বৌমাকে মারধর করে।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা রামকৃষ্ণ কলোনি এলাকায়। জানা গেছে দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ কলোনী এলাকার এক বৃদ্ধা ও তার ছেলে বৌমা সহ রামকৃষ্ণ এলাকায় বসবাস করতেন।ওই জমিটি নজরে ছিল এলাকার কিছু অসাধু ব্যাবসায়ীদের। অভিযোগ বিগত কয়েক দিন ধরে দুষ্কৃতিরা উত্যক্ত করতো ওই পরিবারকে। পরিবারকে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে যেতে ও বলেছিল। মূলত জমি বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেওয়া হত বলে অভিযোগ। শুক্রবার ,হঠৎ রাতে বাড়িতে চড়াও হয়ে বৃদ্ধার পরিবারের সদস্যদের মারধর করা হয় । নিরুপায় হয়ে অবশেযে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধার পরিবার। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশি তদন্ত শুরু করে দিয়েছে।