
নিলয় ভট্টাচার্য, নদিয়া : গতবছর ৭ই জুন ২০২৩ হঠাৎই শান্তিপুর পৌরসভায় হানা দেয় সিবিআই প্রতিনিধি দল, প্রসঙ্গ পুরো নিয়োগ দুর্নীতি। এরপরগত বছর ২৬ জুলাই কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌরসভাকে। তখনই সিবিআই দপ্তরে সিবিআই এর ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা।
২৬ জুলাই ২০২৪ সিবিআই তলবের এক বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিনচিট দিল সিবিআই। আর তাতেই রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসী সহ শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজেও।
প্রসঙ্গত, ৬০ টি পৌরসভাকে নিয়ে চলছিল এই পুর নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত। তবে রাজ্যের ৩ টি পৌরসভা বাদে বাকি ৫৭ টা পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। ক্লিন চিট পেল শান্তিপুর, পানিহাটি, টাকি পৌরসভা।