
প্রদীপ মাহাতো ,পুরুলিয়া : মঙ্গলে ঊষা বুধে পা। যেথায় খুশি সেথায় যা। বুধবার সকালেই পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিনাম মাহাতো সদল বলে মিছিল করে কালীমন্দির ও কুড়মি সমাজের গরাম থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন । এদিন পুরুলিয়া শহরের জুবিলী ময়দানে জমায়েত হয়ে বাজী বাজনা সঙ্গে নিয়ে শহরের একাংশ মিছিল করে চকবাজার কালী মন্দিরে পৌঁছান শান্তিরাম মাহাতো। সেখানে কালী মায়ের পুজো দিয়ে মিছিল করে কুড়মি সমাজের গরাম থানে পৌঁছে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। তাঁর আশা আসন্ন লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃনমূলের জয় ২০০ শতাংশ নিশ্চিত।
২০১৯ এ নির্বাচনে পুরুলিয়া সিটে হেরে গিয়েছিল তৃণমূল। তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে এই আসন পুনরুদ্ধার করতে। লড়াই কঠিন। তবু লড়ে যাচ্ছেন শান্তিরাম।