
প্রতীতি ঘোষ, বনগাঁ: সিএএ ইস্যুতে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তুনুর দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই, কেউ রোধ করতে পারবে না। তার বিরোধীতা করেন মতুয়া মন্দির কমিটির সম্পাদক।
সামনেই লোকসভা ভোট। তার আগে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে ছিলেন, ২০২৪-এ বাংলা সহ গোটা দেশে লাগু হবে সিএএ। আর এবার সিএএ নিয়ে মুখ খুলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁর টেংরা কলোনি মতুয়াদের সম্মেলনে মন্ত্রী বলেন, সিএএ হবেই, কেউ রোধ করতে পারবে না।
শান্তুনুর বক্তব্যের বিরোধীতা করেন মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার। তার দাবি, ধর্মীয় অনুষ্ঠানে কেন রাজনৈতিক বক্তব্য রাখা উচিৎ নয়। অপমান করা হয়েছে তাঁকে, এই অভিযোগ তুলে মেজাজ হারান শান্তনু ঠাকুর। তিনি নয়, মন্দির কমিটির সম্পাদক রাজনীতি করাছে বলে শান্তুনুর অভিযোগ।