
সুরজিৎ দাস, নদীয়া : নিজের তৈরি রেকর্ড নিজেই ভেঙে নজির গড়লেন নদীয়ার নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। গত বছর তিনি আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরী করেছিলেন, এবছর একটি সরষের দানার উপরে সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী মূর্তি তৈরী করে তাক লাগালেন নবদ্বীপের এই শিল্পী। গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্প কলা সৃষ্টির কাজ শুরু করেন। তাঁর এই দেবী মূর্তিটি তৈরি করতে যেসমস্ত উপকরণ গুলি লেগেছে সেগুলি হল- মাটি, রঙ, আঠা ও একটি মাত্র সরষের দানা।
তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক, পরিবারে রয়েছেন স্ত্রী সন্তান সহ দুই দিদি, তারাও যুক্ত আছেন লেখালেখি, সংগীত চর্চা ও শিক্ষাকতা নিয়ে। এক কথায় শিক্ষা ও শিল্প সত্বায় ঘেরা পরিবার থেকেই উঠে এসেছেন শিল্পী গৌতম সাহা। অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগডালের উপর, কখনো ধানের ওপর তো কখনো চকের, বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনিষীদের মূর্তি। শুধু তাই নয়, তিনি নিজের বাড়িতে সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তী থেকে শুরু করে বিভিন্ন মনিষীদের মূর্তী তৈরি করেছেন, যা ছোট খাটো একটা খোলা মিউজিয়ামও বলা চলে। তিনি জানিয়েছেন করোনা আবহে কাজ শুরু করার পর থেকে এখন এই কাজের প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছেন। পরবর্তীতে আরও এই ধরণের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভিডিও দেখুন-