
শংকর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : বুধবার সরস্বতী পূজা। বাগদেবীর আরাধনায় শেষ মুহূর্তের প্রস্তুতি, বাংলার ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে. এই সময় নাওয়া-খাওয়ার ফুরসত থাকে না দোকানদদারদেরও. বসন্ত পঞ্চমীর কেনাকাটা প্রায় শেষের দিকে. বাজারে বাজারে সকাল থেকেই দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন ক্রেতাদের অপেক্ষায়। কেউবা বিভিন্ন ধরনের ফলের পসরা সাজিয়েছেন, কেউ নিয়ে বসেছেন রকমারি সবজি. দশকর্মার দোকানগুলি সেজে উঠেছে বিভিন্ন ধরনের পূজার উপকরণে. দোকানদারদের একাংশ বলছেন, গত বছরের তুলনায় এবছরের দামের তেমন ফারাক নেই. তবে বিক্রিবাট্টা কম, ব্যবসা তেমন জমছে না। যদিও কেউ কেউ আবার আশা করছেন, সন্ধ্যার মধ্যে বিক্রি ভালই হবে.
সবমিলিয়ে সরস্বতী পুজোর প্রাক্কালে বাজারে বাজারে ক্রেতাদের ভিড়। ভাল ব্যবসার আশায় রয়েছেন দোকানদারেরাও।