
শেখ এরশাদঃ প্রধানমন্ত্রী কি নিরুদ্দেশ ? উনি বিদেশ যেতে পারেন, মন কি বাতে ভাষণ দিতে পারেন আর মণিপুরে যেতে পারেন না ? এমনই চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা। পাশাপাশি তার প্রশ্ন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কেন এখনও পর্যন্ত সেরাজ্যের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলেন না। প্রধানমন্ত্রী কি রাজধর্ম পালন ভুলে গেলেন ?
এদিন জাতীয় মহিলা কমিশনকেও একহাত নেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন আমরা আতঙ্কিত,দেশবাসী জানতে চায় নিগ্রিহীত মহিলারা কেমন আছেন, কোথায় আছেন ?
পাশাপাশি এদিন মালদা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের টুইটেরও জবাব দেন শশী পাঁজা। তিনি বলেন বিজেপি মিথ্যা বলছে। মালদার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মালদার বিশাল হাট থেকে চুরি করার সময় ২ মহিলাকে ধরে ফেলেন এলাকার মহিলা দোকানীরাই। দুদল মহিলার মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয় মাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু হয়েছে। চুরির অভিযোগ নিয়ে দু দল মহিলার মধ্যে বচসা ও ধস্তাধস্তিকে রাজনৈতিক রঙ দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি বলেও অভিযোগ করেন শশী।
অভিষেকের বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাও প্রসঙ্গে এদিন শশী পাঁজা বলেন আসলে ওরা মানুষের জন রোষকে ভয় পেয়েছে। মুখ্যমন্ত্রী তো পরে বলেইছেন নেতা নেত্রীদের বাড়ির ১০০ মিটার দুরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো হবে। শান্তিপূর্ণ বিক্ষোভেও এত ভয় বিজেপির। আসলে ওরা যতই নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুক না কেন দেশবাসী ওদের চালাকি ধরে ফেলেছে।