
সঞ্জয় রায় চৌধুরী : নির্বাচনের জন্য ভোট স্পেশাল ১৫ তৈরির পর সোশ্যাল মিডিয়ার টিমের সঙ্গে জাতীয় গ্রন্থাগারে মিলিত হন অমিত শাহ। সুত্রের খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে তীব্র আন্দোলন করেন। তবে যা নতুন শোনালো,তা হল, তিনি বলেন, সত্যজিৎ রায় তৈরি করেছিলেন হীরক রাজার দেশে। আজ সত্যজিত দা নেই,যদি থাকতেন তাহলে হীরক রাজার দেশের বদলে করতেন হীরক রানীর দেশে। মঞ্চে থাকা অন্যান্যদের মধ্যে সবচেয়ে উচ্ছ্বাস দেখা যায় সেসময় শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর সমলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। দূর্নীতি থেকে রাজ্য প্রশাসনের রাজনীতিকরণ,এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্তকে অনুপ্রবেশের জন্য ব্যবহার করছে বলেও অমিত শাহ অভিযোগ করেন বলে সুত্রের খবর। সুত্র আরও জানাচ্ছে, সিএএ যে কোনও মূল্যে কার্যকর করতে বিজেপি সরকার বদ্ধ পরিকর বলেও জানান তিনি। ৩৫ আসনের লক্ষ্যমাত্রা পূরন ও ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার তৈরি করতে বঙ্গ পদ্মের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তদের তিনি বলেন দৈনিক অন্তত ২-৩ ঘন্টা সোশ্যাল মিডিয়াতে দলের কাজ করুন। রাজনৈতিক মহলের মতে, সংগঠনের নির্বাচনি টিম তৈরি রাস্তায় আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কার্যকরী করার সমস্ত বার্তাই দিয়ে দিলেন অমিত শাহ।
সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ দেন কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলি আরো বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী জেলবন্দী। দুর্নীতি নিয়ে আরো সরব হওয়ার নির্দেশ। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে বেশি সরব নয়, এই কারণে সোশ্যাল মিডিয়াকে আরো বেশি ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ২ কোটি ছুঁয়েছে। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডার মতো নেতাদের চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার নির্দেশ।