
অমিত কুমার দাস, ওঙ্কার বাংলা:মল্লিক বাজার এলাকার বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অনুমোদন না থাকায় বিপাকে পড়েছে সেই স্কুলের পড়ুয়ারা। বুধবার কলকাতা হাইকোর্টে গলদ মেনে নেয় স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়ের ৩০০০ পড়ুয়ার ভবিষ্যৎ। বিদ্যালয় এর ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন-‘ স্টুডেন্টদের হাতে প্ল্যাকার্ড ধরিয়েছেন আপনারা। ওদের পেন ছাড়িয়ে প্ল্যাকার্ড ধরে ধর্না দিতে শিখেছেন আপনারাই।’ আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে একজন স্পেশাল অফিসার হিসেবে আদালতের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। আগামী একুশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত ২০২২ সালের ১৩ জুলাই নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করেছিল বোর্ড পরীক্ষার জন্য। স্কুলে সেই টাকাও তারা জমা দিয়েছিল। এবছর দশম শ্রেণীতে পড়ছে তারা। নিয়ম অনুযায়ী 23 শে মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত তারা। এই অবস্থায় স্কুল জানাচ্ছে বোর্ড থেকে স্কুল কোন রেজিস্ট্রেশন ডকুমেন্ট পায়নি। এরপরই মামলা গড়ায় হাইকোর্টে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে স্কুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিভাবকরা। এবারে কলকাতা হাইকোর্টে গলদ মেনে নিল স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় এর পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলে।