
আমজাদ আলী শেখ,বর্ধমান : পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রখর গরমের জন্য প্রায় দু’মাস সরকারি স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছিল। তাতে তীব্র দাবদাহের হাত থেকে পড়ুয়ারা রক্ষা পেলেও পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। সিলেবাসে অনেকটাই পিছিয়ে পড়ায় পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ছাত্র-ছাত্রীদের। এই কারণেই রাজ্য সরকারের শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে স্কুলের কিছুটা সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। সেই কথা মত পূর্ববর্ধমান জেলা সহ বর্ধমানের বিদ্যার্থীদের বয়েজ হাই স্কুলে একটি করে পিরিয়ড বাড়ানো হয়েছে আধঘণ্টার জন্য ।আগে মোট আটখানা পিরিয়ড ছিল এখন বাড়িয়ে নয়টি পিরিয়ড করা হয়েছে। সোম থেকে শুক্র বার পর্যন্ত চলবে এই ক্লাস। ফলে খুশি ছাত্র-ছাত্রীরা ।
দীর্ঘ গরমের ছুটির জেরে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যে ব্যাঘাত ঘটেছে সেই বিষয়ে শিক্ষা দপ্তরও ওয়াকিবহাল। । তাই প্রতিটি স্কুল কে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের পড়াশোনার এই ক্ষতি সামাল দিতে হবে। এবং পরীক্ষা নির্দিষ্ট সময় হবে বলেই জানিয়েছেন শিক্ষা দপ্তর। প্রতিটি ক্লাসের সিলেবাস শেষ করার জন্যই অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।