
বিক্রমাদিত্য বিশ্বাস ,উত্তর চব্বিশ পরগনা: শিক্ষা ক্ষেত্র,কয়লা ও গরু পাচার এবং পুরসভার দুর্নীতির পর ,এবার স্কুল ইউনিফর্মে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠলো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে । স্কুল ইউনিফর্ম তৈরি করার নামে সাড়ে আট কোটি টাকার দুর্নীতি করেছেন উত্তর দিনাজপুর জেলার ব্লক সভাপতি গোলাম রসুল বলে অভিযোগ বিরোধীদের । এই বিষয়ে হাইকোর্টে মামলাও করেছেন গোয়ালপোখরের কংগ্রেস নেতা জয়নুল হক। সূত্রের খবর প্রকল্পের দায়িত্বে ছিল মিলন মহিলা মহাসঙ্ঘ নামের একটি স্বনির্ভর গোষ্ঠী। অভিযোগ ,ইউনিফর্মের টাকা নিয়ে নয় ছয় করেছে স্থানীয় তৃণমূল নেতারা। দাবি স্বনির্ভর গোষ্ঠী থেকে সরাসরি টাকা গেছে তৃণমূল নেতাদের একাউন্টে।। হাইকোর্ট জেলাশাসকে নির্দেশ দিয়েছেন আট সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট পেশ করতে। শুধু স্থানীয় তৃনমূল নেতৃত্বই নয়, সরাসরি কালিঘাটে ও টাকা গেছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা । গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রাব্বানীর পদত্যাগও দাবী করা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।