
নিজস্ব প্রতিনিধি: কামদুনি মামলায় স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত। তবে বেশ কিছু শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের রাজারহাট থানা এলাকার বাইরে গেলে অনুমতি লাগবে। মোবাইল নম্বর জানাতে হবে ওসিকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে কামদুনির প্রতিবাদীরা জানিয়েছেন অভিযুক্তরা শাস্তি না পাওয়া অবধি তাদের লড়াই চলবে।কামদুনি মামলায় হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত । বৃহস্পতিবার কামদুনি মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্তের মধ্যে বলা হয়েছে ছাড়া পাওয়া অভিযুক্তরা রাজারহাট থানার অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবে না। থানার বাইরে গেলে অনুমতি লাগবে ওসির। জানাতে হবে মোবাইল নম্বর। ঠিকানা বদল করলে জানাতে হবে আগে। জমা রাখতে হবে পাসপোর্ট। মামলাকারীদের পুনতদন্তের দাবি প্রসঙ্গে কিছু বলেনি দেশের শীর্ষ আদালত। অন্যদিকে কামদুনির প্রতিবাদীরা এই রায় সম্পর্কে বলেছেন অভিযুক্তরা শাস্তি না পাওয়া অবধি তাদের আন্দোলন চলছে।
প্রসঙ্গত কামদুনি মামলায় নিম্ন আদালতে সিদ্ধান্তে একাধিক পরিবর্তন করে হাইকোর্ট। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়। পুলিশি ব্যর্থতা ও রাজ্য সরকারও উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। পরবর্তীতে কামদুনির প্রতিবাদী ও রাজ্য সরকার দেশের শীর্ষ আদালতে যায়। সেই বিষয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।